5 Excellent

প্রণয়ধর্মী নাট‍্য চলচ্চিত্র ‘কুছ কুছ হোতা হ‍্যায়’ যা হিন্দি ভাষায় ১৯৯৮ সালে মুক্তি পায়।শাহরুখ খান, কাজল ও রানী মুখার্জী অভিনীত ত্রিভুজ প্রেমের ছবি এটি।রোটেনটমাটোজ-এ অডিয়েন্স স্কোরে যার রেটিং ৯২%।অর্থাৎ অধিকাংশ দর্শকেরই ভালো লেগেছে ও অভাবনীয় সাফল‍্য পেয়েছে।শাহরুখ-কাজলের বন্ধুত্ব আর রানীর সাথে বিয়ে সবমিলিয়ে উপমহাদেশে হিল্লোল উঠেছিল ও ভারতের আসমুদ্র হিমাচল কেঁপে উঠেছিল।রানীর নাম ছিল ‘টিনা’ যে চরিত্রটি প্রথমে করার প্রস্তাব এসেছিল টুইঙ্কল খান্নার।সিনেমায় একদম শেষে এসে হাজির হন সালমান খান।যেটিতে প্রথমে অভিনয় করার কথা ছিল সাইফ আলি খানের।অঞ্জলির চরিত্রে অভিনয় করেছিল সানা সাঈদ; সে এখন এত বড় হয়ে গেছে যে দেখলে চিনতেই পারবেন না।জাভেদ আখতার একদিন অসম্ভব রেগে গিয়ে বলেছিলেন, ‘ আব তো মেরা দিল জাগে না সোতা হ‍্যায়….. ক‍্যায়া কারু হায়, কুছ কুছ হোতা হ‍্যায়….।’ তারপর বাকিটা তো ইতিহাস।কোনোরকম পরিকল্পনা ছাড়াই শুধুমাত্র রাগের বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে যে শব্দগুলি বলেছিলেন সেগুলো দিয়েই ছবির টাইটেল ট্র‍্যাকটি তৈরি করা হয়েছিল।পরে সেগুলোই ভারতের জনপ্রিয় স্পাইসি ওয়ার্ডস হয়ে ওঠে।